ঢাকা Monday, 09 September 2024

প্রেমিক-প্রেমিকার পদক উৎসব!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 16:54, 2 August 2024

প্রেমিক-প্রেমিকার পদক উৎসব!

ফাইল ছবি

গ্রেগরিও প্যালট্রিনিয়েরি এবং রোসেলা ফিয়ামিঙ্গো। চলতি প্যারিস অলিম্পিকে গাইছেন প্রেমের জয়গান। শুধু এটুকুতেই আটকে থাকনেনি। মেতেছেন পদক উৎসবে। যদিও দুজন খেলছেন ভিন্ন দুটি ডিসিপ্লিনে। এনিয়ে টানা তিন অলিম্পিকেই গলায় পদক তুলেছেন এই যুগল। বুধবার প্রায় কাছাকাছি সময়ে পদক জেতেন এই প্রেমিক -প্রেমিকা। সাঁতারে প্যালট্রিনিয়েরি পেয়েছেন ব্রোঞ্জ আর তার বাগদত্তা ফিয়ামিঙ্গো ফেন্সিংয়ে জিতেছেন স্বর্ণ।  

পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক পেয়েছেন প্যালট্রিনিয়েরি। পদক পাওয়ার পরই তিনি ছুটে যান পরিবার ও বন্ধুদের কাছে। কিন্তু সেখানে নাই তার প্রার্থিত নারী! থাকবেনই বা কিভাবে? তার বাগদত্তা ফিয়ামিঙ্গো তখন লড়ছেন স্বর্ণের জন্য। প্রেমিককে ছাপিয়ে উঠলেন ফিয়ামিঙ্গো।

মেয়েদের দলগত ফেন্সিংয়ে পদক জিতেছেন ফিয়ামিঙ্গো। হবু স্বামী প্যালট্রিনিয়েরির মতো ফিয়ামিঙ্গোও পদক জিতলেন টানা তৃতীয় অলিম্পিকে। রিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে তিনি রৌপ্য পেয়েছিলেন। এরপর ২০২০ টোকিওতে দলগত ইভেন্টে ইতালির স্বর্ণজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ফিয়ামিঙ্গো। অর্থাৎ টানা তিনটি অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিলেন।

এ ছাড়া ফেন্সিং বিশ্বকাপ, বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও বেশ কিছু পদক রয়েছে ৩৩ বছর বয়সী ফিয়ামিঙ্গোর। ইতালির সর্বকালের অন্যতম সেরা মহিলা ফেন্সার হিসাবে ধরা হয় তাকে। তার প্রেমিক প্যালিট্রিনিয়েরির মাঝারি এবং দূরপাল্লার সাঁতারে আন্তর্জাতিক পর্যায়ে আছে গর্ব করার মত সাফল্য। ৮০০ মিটার, ১৫০০ মিটার ফ্রিস্টাইল ছাড়াও তার প্রিয় ইভেন্টের মধ্যে রয়েছে ৫ এবং ১০ কিলোমিটার সাঁতার। প্রতিটি ইভেন্টেই আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতেছেন তিনি। হ্যাটট্রিক পদক জয়ের মধ্য দিয়ে নতুন দৃস্টান্ত গড়েছেন পদক পেয়ে ২৯ বছর বয়সী প্যালট্রিনিয়েরি। ইতালির প্রথম সাঁতারু হিসাবে পরপর তিনটি অলিম্পিকে গড়লেন পদক জয়ের অনন্য নজির।

এর আগে ২০১৬ রিও অলিম্পিক্সে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এবং ২০২২ টোকিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য পান। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে হয়েছিলেন চতুর্থ স্থান। এবারও ব্রোঞ্জ জিতলেন ৮০০ মিটার ফ্রিস্টাইলে। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন প্যালট্রিনিয়েরি। সেবার নেমেছিলেন শুধু ১৫০০ মিটার ফ্রিস্টাইলে, তবে শেষ করেন পঞ্চম স্থানে থেকে।

এবারের অলিম্পিকে দুজনকে স্বর্ণ জুটি না হলেও, পদক জুটি বলা যেতেই পারে। এই স্বর্ণ যুগল হতে না পারার আক্ষেপ হয়ত সোনার সংসার গড়ার মধ্য দিয়েই ঘুঁচাবেন ফিয়ামিঙ্গো ও প্যালট্রিনিয়েরি।