রিয়াদের রোশন স্টেডিয়াম
২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের একক আয়োজক সৌদি আরব। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ১০ বছর পর হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক হয় সৌদি আরব। এই খবর অনেক আগের হলেও এবার দেশটি জানিয়েছে তাদের বিশ্বকাপ পরিকল্পনা।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সৌদি আরবের দেয়া আনুষ্ঠানিক প্রস্তাব প্রকাশ করেছে। সৌদি আরবের মোট পাঁচটি শহরে ৪৮টি দলের বিশ্বকাপ আয়োজিত হবে। প্রস্তাবিত শহরগুলো হলো - রিয়াদ, জেদ্দা, আল খোবার, আবহা ও নিওম।
সৌদি আরবের এই পাঁচ শহরের মোট ১৫টি স্টেডিয়ামে আয়োজিত হবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ। ১৫টি স্টেডিয়ামের মধ্যে ৮টি স্টেডিয়ামই রাজধানী রিয়াদে। যেখানে ৯২ হাজার দর্শক ধারণক্ষমতার নবনির্মিত স্টেডিয়াম কিং ফাহাদ রয়েছে।
এছাড়াও সৌদি আরবের অন্যতম আকর্ষণ নতুন শহর নিওমেও আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ। সমুদ্রপৃষ্ট থেকে ৩৫০ মিটার ওপরে থাকবে নতুন শহরের স্টেডিয়ামটি। বর্তমানে স্টেডিয়াম ও শহরটি নির্মাণের কাজ করছে সৌদি সরকার। ধারণা করা হচ্ছে, ২০৩২ সালের ভেতর নিওম স্টেডিয়ামটির নির্মাণ শেষ হবে।
শুধু ৫ শহরেই বিশ্বকাপের কর্মযজ্ঞ রাখছে না সৌদি আরব। ৪৮টি দেশের ফুটবলারদের অনুশীলন ক্যাম্পের জন্য আরো ১০টি শহর ব্যবহৃত হবে। ফিফার কাছে দেয়া প্রস্তাবিত বিশ্বকাপ পরিকল্পনায় সৌদি আরব আরো জানিয়েছে, ১৩৪টি অনুশীলন ক্যাম্প তারা দেশজুড়ে তৈরি করবে। যেখানে ইতিমধ্যে ৬১টি স্থাপনা তৈরি করা আছে, আর বাকি ৭৩টি নতুন স্থাপনার বানানো হবে।