ঢাকা Saturday, 20 April 2024

ফিল্ডিংয়ে বাংলাদেশ, মেহেদি-মুস্তাফিজের আঘাত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 00:31, 5 August 2021

ফিল্ডিংয়ে বাংলাদেশ, মেহেদি-মুস্তাফিজের আঘাত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ দল। আজ বুধবার (৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকালের মতোই টস হেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এবার ফিল্ডিং নয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। 

তবে তার সেই সিদ্ধান্তে চির ধরাতে তৎপর টাইগাররা। সেই প্রমাণও দিলেন অফস্পিনার মেহেদি হাসান। নাসুমের ওভারে দুই চার মারা অ্যালেক্স কেয়ারিকে বেশিক্ষণ টিকতে দিলেন না ক্রিজে। তার বলে মিড অনে ক্যাচ নেন নাসুম।

অফ স্টাস্পের বাইরে ফুল লেংথ বল লেগে টেনে খেলতে চেয়েছিলেন কেয়ারি। তবে ঠিকমতো পারেননি। ব্যাটের কানায় লেগে মিড অনে যাওয়া ক্যাচ মুঠোবন্দি করেন নাসুম। দুই চারে ১১ বলে ১১ রান করেন কেয়ারি।

এরপর ভালোই খেলছিলেন জোশ ফিলিপ ও মিচেল মার্শ। কিন্তু আবারও আঘাত বাংলাদেশের। এবারের হন্তারক মুস্তাফিজ। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে জোশকে বোল্ড করেন তিনি। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৩১। জোশ করেছেন ১৪ বলে ১০ রান।  

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে ছিলেন মিচেল মার্শ ও মইসেস হেনরিকস। দলীয় সংগ্রহ ছিল ৪০ রান। মার্শ ১৬ ও হেনরিকস ৩ রানে ব্যাট করছিলেন।