
ভিলেন বৃষ্টির বাধা পেরিয়ে আবারো শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম দিনে বৃষ্টির বাধায় খেলা গড়ায় রিজার্ভ ডে’তে। সেখানেও বৃষ্টির হানা। তাই শুরুতেই পিছিয়ে যায় ম্যাচ। পরে ভারত মাঠে নেমে পাকিস্তানকে ছুড়ে দিয়েছে ৩৫৭ রানের লক্ষ্য।
এরপর পাকিস্তান ব্যাটিংয়ে নামলে দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির আগে ১১ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে তুলেছিল ৪৪ রান। এরপর বৃষ্টি থামতে মাঠ ঠিকঠাক করে ফের শুরু হয়েছে খেলা।
সোমবার (১১ সেপ্টেম্বর) কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রেকর্ড সংগ্রহ তাড়া করছে বাবর আজমের দল পাকিস্তান। অবশ্য শুরুর ১০ ওভারের মধ্যে তারা হারিয়েছে দুই ব্যাটারকে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে ইমাম উল হক ও দলীয় ৪৩ রানে বাবর আজমের উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে পাকিস্তান।
দলীয় ১৭ রানে জসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম উল হক। এরপর ফখর জামানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক বাবর। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৩ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানি অধিনায়ক।
বৃষ্টির বল মাঠে গড়াতেই আবারো ভারতের আঘাত। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানকে তুলে নিয়েছেন শার্দূল ঠাকুর।
ঠাকুরের বল পিচ করে বাইরে বেরিয়ে যাওয়ার সময় ব্যাট চালিয়েছিলেন রিজওয়ান। কিন্তু ঠিকমতো লাগাতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক রাহুলের হাতে। ভারত শিবির থেকে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলে ৫ বলের মোকাবিলায় ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় রিজওয়ানকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৬.৩ ওভারে ৬৮ রান। উইকেটে আছেন ফখর জামান (২০*) ও আগা সালমান (১০*)।