ঢাকা Friday, 29 March 2024

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 00:37, 30 January 2023

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। মেলবোর্নে পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে হারান তিনি। 

এই জয়ের মধ্য দিয়ে পুরুষ এককে এতদিন ধরে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে রাখা রাফায়েল নাদালের সঙ্গে এক কাতারে এলেন জকোভিচ। তারা এখন পুরুষ এককে যৌথভাবে শীর্ষ গ্র্যান্ড স্ল্যামজয়ী। 

এতদিন ধরে মেলবোর্নে সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। এবার সেই রেকর্ডও বাড়িয়ে নিলেন তিনি। মেলবোর্ন পার্কে রোববার (২৯ জানুয়ারি) নিজের দশম শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। 

এদিন পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে  ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান টেনিস তারকা।

শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি সিৎসিফাস। হেরে যান ৬-৩ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তোলেন। দীর্ঘ লড়াইয়ের পর সেই সেটেও হারেন তিনি। পরপর দুই সেটে হেরে আর ঘুরে দাঁড়াতে পারেননি গ্রিসের এই টেনিস তারকা। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ। 

এর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জকোভিচের কাছেই হেরেছিলেন সিৎসিফাস। এবারো তার স্বপ্ন দুঃস্বপ্ন করে দিলেন জকোভিচ।