ঢাকা Friday, 29 March 2024

প্রথম পর্ব থেকেই বিদায় জার্মানির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 17:35, 2 December 2022

প্রথম পর্ব থেকেই বিদায় জার্মানির

কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জয়ী হয়েও কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ‘পাওয়ার প্লে’ ধারায় খেলা জার্মানিকে। মূলত ‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্পেনের বিপক্ষে জাপানের জয়ের কারণে বাদ পড়তে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জার্মানি-কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি। তবে বিরতি শেষে ৫৭ মিনিটে ১-১ গোলের সমতায় ফেরে কোস্টারিকা। প্রথমে কেন্ডাল ওয়াস্টনের শট ফিরিয়ে দিয়েছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে ইয়েলতসিন তেজেদা গিয়ে ফিরতি বলটিই গোলে ঢোকান। 

৬০ মিনিটে গোলের সুযোগ মিস করেন জার্মান স্ট্রাইকার জামাল মুসিয়ালা। বলটি গোলে না ঢুকে গোল পোস্টে লেগে ফিরে আসে। এরপর মুলার এবং আন্তোনিও রুডিগার গোলের সুযোগ মিস করেন। জার্মানদের সুযোগ ব্যর্থ হলেও ৬৯ মিনিটে লিড পায় কোস্টারিকা।

কোস্টারিকার স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেলের ফ্রি কিকে জার্মান ডি-বক্স থেকে হেড করেন কেন্ডাল ওয়াস্টন এবং অস্কার ডুয়ার্তে। এ সময়ে গোলের সামনে কিছুটা জটলা তৈরি হয়েছিল। সেই সুযোগে গোলরক্ষক নয়ারকে ফাঁকি দিয়ে গোল করেন জুয়ান পাবলো ভার্গাস। ২-১ গোলে এগিয়ে যায় কোস্টারিকা।

এরপর জার্মানির আক্রমণের ধার আরো বেড়ে যায়। খেলার ৭২ মিনিটে নিকলাস ফুলক্রুগের পাসে গোল করেন কাই হাভার্টজ। ম্যাচের স্কোরলাইন তখন ২-২। ৭৫ মিনিটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসের দুর্দান্ত সেভে জার্মানি লিড পাওয়া থেকে বঞ্চিত হয়। তবে ৮৪ মিনিটে দলকে ঠিকই লিড এনে দেন কাই হাভার্টজ। ৩-২ গোলে এগিয়ে যায় জার্মানি।

৮৮ মিনিটে জামার্নির হয়ে গোল করেন নিকলাস ফুলক্রুগ। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের জয় পায় জার্মানি। 

তবে এই জয় বিফলে গেছে জাপানের জয়ের কারণে। দিনশেষে এক বুক হতাশা নিয়ে কাতার বিশ্বকাপকে বিদায় জানাতে হয়েছে জামার্নিকে এবং কোস্টারিকাকেও।

জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কাতার বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি। পরের ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র। ফলে কাতার বিশ্বকাপে জয়ের স্বাদ পাওয়া হয়নি ম্যানুয়েল নয়ার-থমাস মুলারদের। শেষ ম্যাচে জয় পেলেও সেটি কোনো কাজে লাগল না।

এদিন খেলার প্রথম থেকেই আক্রমণ শুরু করেছিল ম্যানুয়েল নয়ারের দল। ৯ মিনিটেই আসে গোল। ডেভিড রাউমের পাসে হেড দেন সার্জ নাব্রি। বল ঢুকে যায় কোস্টারিকার গোলে। ১৪ মিনিটে আবারো হেড থেকে গোলের সুযোগ আসে। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস দলকে বাঁচান গোল থেকে।