ঢাকা Friday, 29 March 2024

বিশ্বকাপে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক ওয়েলস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 01:14, 26 November 2022

বিশ্বকাপে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক ওয়েলস

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখা গেল। ইরান এবং ওয়েলসের মধ্যকার আজকের (২৫ নভেম্বর) ম্যাচে এসে লাল কার্ড দেখাতে বাধ্য হলেন রেফারি। লাল কার্ড হজম করেছেন ওয়েলসের গোলরক্ষক ওয়েইন হেনেসি।

চলতি বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন একজন গোলরক্ষক। তিনি ওয়েলসের ওয়েন হেনেসি। ইরানের বিপক্ষে ম্যাচে আজ বল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন হেনেসি।

রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের। ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে।

উঁচু পাস ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমির কাছে চলে যাচ্ছিল। বিপদ দেখে বক্সের অনেকটা বাইরে এসে বলটি আটকাতে চান ওয়েলস গোলরক্ষক হেনসি। কিন্তু উঁচুতে ওঠা বল ক্লিয়ার করতে তিনি পা উঁচিয়ে লাথি মেরে বসেন। যে লাথিটা তারেমির মুখের কাছাকাছি এসে লাগে। ফলে ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত দেন রেফারি।

বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক হলেন হেনেসি। ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।