ঢাকা Friday, 29 March 2024

ভারতের বিপক্ষে ফিরলেন সাকিব, মোসাদ্দেক-শরিফুল বাদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 02:32, 25 November 2022

ভারতের বিপক্ষে ফিরলেন সাকিব, মোসাদ্দেক-শরিফুল বাদ

ছবি: ইন্টারনেট

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ সদস্যের দলে ফিরেছেন সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান। অন্যদিকে, দলে জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি।

তবে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে থাকলেও এবার বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

চলমান জাতীয় ক্রিকেট লিগে বল হাতে ভালো করলেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আলোচনায় থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীও জায়গা করে নিতে পারেননি।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ হবে ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরে। ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে চট্টগ্রামে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত।

১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।