
কাতার বিশ্বকাপে আজ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড-ক্যামেরুন মুখোমুখি হয়েছে। আল জানুব স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে তাদের এই ম্যাচটি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে এ খেলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো দল গোল করতে পারেনি।
র্যাংকিংয়ের হিসেবে দুদলের মধ্যে এগিয়ে সুইজারল্যান্ড। সুইসরা র্যাংকিংয়ে ১৫ নম্বরে, ক্যামেরুনের র্যাংকিং ৪৩।
সুইজারল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)
সমার, উইদমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, ফ্রুইলার, জাকা, শাকিরি, শ, ভারগাস ও এমবোলো।
ক্যামেরুন একাদশ: ফরমেশন (৪-৩-৩)
ওনানা, ফাই, কাস্তেলেতো, এনকুলু, তোলো, এনগুইসা, হুংলা, ওম গুয়েট, এমবেওমো, চোপো-মটিং ও টোকো একাম্বি।