ঢাকা Wednesday, 24 April 2024

টানা জয়ের রেকর্ড ভাঙতে শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 01:59, 24 September 2022

টানা জয়ের রেকর্ড ভাঙতে শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি: ইন্টারনেট

ব্রাজিল-আর্জেন্টিনার ’সুপার ক্লাসিকো’ চলতি মাসের এমন সময়ই মাঠে গড়ানোর কথা ছিল। ম্যাচটি আয়োজনের সব বন্দোবস্ত করে রেখেছিল ফিফাও। কিন্তু দুদলের সমন্বিত আহ্বানে শেষপর্যন্ত স্থগিত হয়ে যায় বহুল আলোচিত ম্যাচটি।

তবে জমজমাট ‘সুপার ক্লাসিকো মাঠে না গড়ালেও বসে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন ম্যাচে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ল্যাটিন আমেরিকার দুই প্রতিবেশী দল। আগামীকাল ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে সহজেই পার করে মূল পর্বে স্কালোনির দল। ৩৩ ম্যাচ ও দুবছরেরও বেশি সময় ধরে অপরাজিত আলবিসিলেস্তারা। বিশ্বকাপের আগে দলের তরুণ ফুটবলারদের পরখ করে নেয়ার সুযোগ রয়েছে কোচ লিওনেল স্কালোনির।

কাতার বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দলগুলো। এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ৬ বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকের দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচের আগে সরাসরি একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ। তবে কোন পজিশনে কে খেলতে পারেন সে বিষয়ে প্রচ্ছন্ন ধারণা দিয়েছেন স্কালোনি।

উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে দারুণ এক কীর্তি ছোঁয়ার হাতছানি দিচ্ছে মেসিদের। জুনে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার বর্তমানে টানা অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে থাকা হন্ডুরাসকে হারাতে পারলে নিজেদের টানা সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড গড়বে লিওনেল স্কালোনির দল।

এর আগে, ১৯৯১-৯৩ সালে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আলফিও বাসিলের অধীনে থাকা আর্জেন্টিনা। শুধু নিজেদেরই ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ডে কাছাকাছি চলে যাওয়ারও।

হন্ডুরাসের পর জ্যামাইকার বিপক্ষেও যদি হার এড়ানো যায়, টানা ৩৫ ম্যাচ অপরাজিত নিয়ে সর্বকালের রেকর্ডে যৌথভাবে দুইয়ে উঠে যাবে আকাশী-নীলরা। ১৯৯৩-৯৬ সময়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার আগের কীর্তিটি গড়েছিল ব্রাজিল।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি ও হোয়াকিন কোররেয়া।

স্টার/জেডকে