ঢাকা Saturday, 20 April 2024

বেতন বাড়ছে সাবিনাদের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 01:40, 23 September 2022

আপডেট: 02:07, 23 September 2022

বেতন বাড়ছে সাবিনাদের 

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের বেতন বাড়ছে। এমন আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। 

জানা গেছে, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সম্মানজনক বেতন দেয়া আশ্বাস দিয়েছেন সাবিনা খাতুনদের।

এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা বলেন, বেতনের অঙ্কটা কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি অবস্থানে নেয়া হবে বলে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা হয় বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। সেই আলোচনার প্রসঙ্গ তুলে সাবিনা সাংবাদিকদের বলেন, বাফুফে সভাপতি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া-পাওয়া নিয়ে জানিয়েছি। তিনি তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি সেটা মেনে নিয়েছেন এবং শিগগির বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

সাবিনা আরো বলেন, বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা তেমন বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের সৌভাগ্যবান মনে করি।

জানা গেছে, চলতি বেতন কাঠামো অনুযায়ী, তিনটি শ্রেণিতে বাংলাদেশের ৩৬ জন নারী ফুটবলার বেতন পাচ্ছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি অনুযায়ী সাবিনারা পাচ্ছেন মাত্র ১২ হাজার টাকা। বেতন ছাড়া ফুটবলারদের মূল আয় হলো ম্যাচ ফি। সেই সঙ্গে ক্লাব ফুটবল থেকেও আয় আছে তাদের। তবে সেটা পুরুষ ফুটবলারদের তুলনায় বেশ কম।