ঢাকা Thursday, 25 April 2024

তৃতীয় দিনেও লড়ছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 02:40, 27 June 2022

তৃতীয় দিনেও লড়ছে টাইগাররা

সেইন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে ছিল ১০৬ রানে। আজ রোববার (২৬ জুন) তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। 

দিনের খেলা শুরু হতেই উইকেট আগের দিন দুই উইকেট তুলে নেয়া মেহেদী হাসান মিরাজের বলে সুইফ শট খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ২৯ রান করে সাজঘরে ফেরেন জশুয়া দ্য সিলভা।

গতকাল কাইল মায়ার্স ১২৬ ও জশুয়া ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। 

এদিকে জশুয়াকে বিদায় করা গেলেও সেঞ্চুরি করা মায়ার্স এখনো শাসন করে চলেছেন টাইগার বোলারদের। জশুয়ার বিদায়ের পর ব্যাট করতে আসা আলজারি জোসেফকে ৬ রানে ফিরিয়েছেন খালেদ আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৭১ রান। লিড নিয়েছে ১৩৭ রানের। উইকেটে আছেন মায়ার্স ১৩৬ রানে এবং আলজারি জোসেফ ২ রানে।

চলতি টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান। লিটন দাসের ব্যাটে আসে সর্বোচ্চ ৫৩ রান এবং তামিম ইকবাল করেন ৪৬ রান।