ঢাকা Friday, 29 March 2024

বাংলাদেশের গোলবন্যায় ভাসল মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 02:46, 24 June 2022

বাংলাদেশের গোলবন্যায় ভাসল মালয়েশিয়া

বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংকে ৬১ ধাপ এগিয়ে আছে মালয়েশিয়া। কিন্তু সেই র‌্যাংকিং তছনছ করে মালয়েশিয়াকে গোলবন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের প্রমীলা ফুটবলাররা। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছেন সানজিদা-সাবিনারা। 

ম্যাচের প্রথমার্ধেই মালয়েশিয়ার জালে চারবার বল পাঠায় বাংলার মেয়েরা। প্রথমার্ধে জোড়া গোল পান আঁখি খাতুন। এছাড়াও গোল পান সাবিনা খাতুন ও সিরাত জাহান স্বপ্না।

আক্রমণাত্নক ফুটবল খেলে প্রথমার্ধ্বে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ধার আরো বাড়িয়ে দেয়। যদিও গোল পেতে দেরি হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল আসে ৬৭তম মিনিটের মাথায়। মালয়েশিয়ার এলোমেলো রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা। এরপর ৭৪ মিনিটের মাথায় দুর্দান্ত হেডে দলের ব্যবধান ৬-০ করেন কৃষ্ণা রাণী সরকার।

প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী ২৬ জুন আবারো মুখোমুখি হবে বাংলাদেশ-মালয়েশিয়া৷

এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ২০১৭ সালে সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক তিন জাতি প্রীতি টুর্নামেন্টে। সেবার মালয়েশিয়ার কাছে  ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। 

প্রসঙ্গত, ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৮৫তম এবং বাংলাদেশ ১৪৬তম অবস্থানে রয়েছে।