ঢাকা Wednesday, 24 April 2024

ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসেও 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 03:52, 19 June 2022

ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসেও 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা চলছে বাংলাদেশের। দ্বিতীয় দিন উইন্ডিজকে ২৬৫ রানে অল আউট করে বোলাররা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা ধুয়েমুছে যাচ্ছে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায়। 

আজ শনিবার (১৮ জুন) টেস্টের তৃতীয় দিন সাকিব বাহিনী ব্যাটিং করতে নামে ১১২ রানে পিছিয়ে থেকে। কিন্তু এখন পর্যন্ত কোনো আশার আলো দেখাতে পারেননি ব্যাটাররা। 

টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওইদিনের শেষ সেশনে ব্যাট করতে নামা তামিম ইকবাল ফেরেন ২২ রান করে। নাইটওয়াচম্যান মেহেদী হাসান মিরাজও ফিরে যান ২ রান করে।

আজ ভালো শুরুর আভাস দিয়েছিলেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেন তিনি। কাইল মেয়ার্সের বলে জন ক্যাম্পবলের হাতে স্লিপে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান ১৭ রান করে। 

এরপর টাইগারদের হতাশার মুকুটে আরো দুটি পালক যোগ হয়। মুমিনুল হক ফিরে যান ৪ রান করে এবং লিটন দাস সাজঘরে ফেরেন ১৭ রান করে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক সাকিব আল হাসান।

জয় ১৪৬ বলে করেছেন ২৪ রান। অন্যদিকে সাকিব ৭ বল মোকাবিলা করে সংগ্রহ করেছেন ১ রান। বাংলাদেশ পিছিয়ে আছে ৫৭ রানে।