ঢাকা Friday, 29 March 2024

শুরুতেই ধাক্কা, ১৯ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 03:20, 17 June 2022

শুরুতেই ধাক্কা, ১৯ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে সাকিব বাহিনী। ১৯ রানে খুইয়ে বসেছে তিন উইকেট। রানের খাতা না খুলেই ফিরে গেছেন টপ অর্ডার তিন ব্যাটার। 

আজ বৃহস্পতিবার (১৬ জুন) ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। 

ব্যাট করতে নেমে শুরুর ওভারেই সাজঘরে ফিরে যান মাহমুদল হাসান জয়। কেমার রোচের করা ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এই নিয়ে পঞ্চমবার ‘ডাক’ মারলেন এই ওপেনার।

রোচের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। তিনি বোল্ড হন। 

এরপর ক্রিজে আসে মুমিনুল হক। অধিনায়কত্ব ছাড়লেও দুর্দিন ছাড়েনি তাকে। প্রস্তুতি ম্যাচে শূন্য ও ৪ রান করেছিলেন তিনি। মূল ম্যাচেও সেই ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেন তিনি। 

জেয়ডেন সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের সদ্য বিদায় নেয়া অধিনায়ক মুমিনুল। 

একদিকে যখন ভাঙন, তখন অন্যপ্রান্ত আগলে আছেন আরেক ওপেনার তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের স্কোরবোর্ডে জমা পড়েছে ১৯ রান, যার মধ্যে ১৮ রান এসেছে তামিমের ব্যাট থেকে।  

এদিকে দেশের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে আজ ৫ হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল। তার আগে গত মাসে ঘরের মাঠে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম।