ঢাকা Tuesday, 23 April 2024

সাকিব-লিটনের ব্যাটে কাটল ইনিংস হারের শঙ্কা 

ক্রীড়া ডেস্ক 

প্রকাশিত: 18:35, 27 May 2022

আপডেট: 19:49, 27 May 2022

সাকিব-লিটনের ব্যাটে কাটল ইনিংস হারের শঙ্কা 

টেস্টের ৫ম দিনে শুক্রবারের সকালে মুশফিকুর রহিমের বিদায়ের পর ইনিংস হারের শঙ্কা কাটিয়ে হাল ধরলেন সাকিব আল হাসান ও লিটন দাস। থিতু হয়ে ব্যাট করতে থাকা লিটন অষ্টম বাংলাদেশি হিসেবে পূর্ণ করলেন ২০০০ রান। অপরপ্রান্তে থাকা সাকিব ওয়ানডে স্টাইলে ব্যাট করে তুলে নিলেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। এ দুইজনের ব্যাটিং নৈপুণ্যে লাঞ্চের আগেই লিড নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের চেয়ে ৮ রানে এগিয়ে টাইগাররা। সাকিব ৬১ বলে ৫২ ও লিটন অপরাজিত আছেন ১২৭ বলে ৪৮ রানে।

৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ৫ম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে রাজিথার এক দুর্দান্ত বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। ৪ চারে ৩৯ বলে ২৩ রান করে আউট হন তিনি।

তিনি যখন আউট হন, তখনও বাংলাদেশের ইনিংস হার এড়াতে দরকার ছিল ৮৮ রান। এমন অবস্থায় সাকিব ও লিটন শুরু করেন পাল্টা আক্রমণ। যদিও গতকাল সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন রান তোলার চেয়ে গুরুত্বপূর্ণ উইকেটে টিকে থাকা।

মিরপুর টেস্টের প্রথম সেশনে পুরো সেশনে ১১৫ রান তুলেছে বাংলাদেশ, গড়েছেন ৯৬ রানের জুটি। সাকিব ৭ ও লিটন হাঁকান ৪ বাউন্ডারি।