ঢাকা Friday, 19 April 2024

চট্টগ্রাম টেস্টে থাকছেন সাকিব

স্টার সংবাদ

প্রকাশিত: 19:47, 14 May 2022

আপডেট: 19:50, 14 May 2022

চট্টগ্রাম টেস্টে থাকছেন সাকিব

চট্টগ্রাম টেস্টে খেলার জন্য সাকিবের সামনে বাধা ছিল শুধু ফিটনেস টেস্টে উতরে যাওয়া। আজ শনিবার (১৪ মে) সেই বাধা পার করে সাকিব জানান দিলেন, লঙ্কানদের বধের মিশনের জন্য প্রস্তুত তিনি।

 

জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

 

চট্টগ্রাম টেস্টে খেলার জন্য সাকিবের সামনে বাধা ছিল শুধু ফিটনেস টেস্টে উতরে যাওয়া। শনিবার সেই বাধা পার করে সাকিব জানান দিলেন, লঙ্কানদের বধের মিশনের জন্য প্রস্তুত তিনি।

 

এর আগে সাউথ আফ্রিকা সিরিজের মাঝপথে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা থাকলেও সেখানে বাদ সাধে করোনা।

 

করোনা নেগেটিভ হয়েছেন সাকিব শুক্রবারই। বোর্ডের মেডিক্যাল ইউনিট তাকে খেলার সবুজ সংকেত দিলেও বাদ সাধেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

 

করোনা-পরবর্তী সাকিবের ফিটনেস ইস্যুর কথা ভেবে সিরিজের প্রথম টেস্টে তাকে রাখতে চাননি এ দুজন, কিন্তু সব বাধা পেরিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে সাকিব নিশ্চিত করলেন লঙ্কা সিরিজের প্রথম থেকেই নিজের খেলার বিষয়টি।

 

১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ মে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।