ঢাকা Wednesday, 24 April 2024

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

স্টার সংবাদ

প্রকাশিত: 18:14, 20 October 2021

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। প্রবারণা পূর্ণিমার অন্যতম প্রধান আকর্ষণ ফানুস ওড়ানো। মূলত গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের স্মৃতি স্মরণ করে উড়ানো হয় ফানুস।

আড়াই হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথী পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করা হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এ শুভ লগ্নে ভগবান বুদ্ধ দেবলোক থেকে সাংকশ্য নগরে অবতরণ করেছিলেন। বিভিন্ন বিহারে মোমবাতি প্রজ্জ্বালন, পঞ্চশীল গ্রহণ, পূজাসহ নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালন করেন বৌদ্ধরা। গৌতম বুদ্ধের অনুসারীরা শপথ নেন, হিংসা বিদ্বেষ ও ঘৃণামুক্ত সুন্দর পৃথিবী গড়ার।