ঢাকা Tuesday, 16 April 2024

আজ মহানবমী 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:43, 14 October 2021

আপডেট: 23:57, 14 October 2021

আজ মহানবমী 

শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী ও বিহিত পূজা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল থেকে দেশের সব পূজামণ্ডপে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভিড়ও বাড়ছে। শিশুসহ সব বয়সী মানুষ পূজা দিতে আসছেন মন্দিরগুলোয়।

মন্দিরে আসা ভক্তরা জানান, নবমীর দিনে তাদের কামনা, সবাই সুখী হোক। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজা অনুষ্ঠানবিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ বলেন, সকাল ৯টা ৫৭ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে পূজা। আমরা আজ মাকে পূজা দেব। আমরা চাইব দেশের মানুষ যেন করোনামুক্ত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।