
জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির লক্ষ্যে এবং মঙ্গলের জন্য গতকাল রোববার (১২ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে দীপাবলির মধ্য দিয়ে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) মহাবলীর মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা বা কালীপূজা।
রোববার (১২ নভেম্বর) পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে মাটির প্রদীপ প্রজ্বালন করা হয়।
কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে মাটির প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী, যা ভগবান রামচন্দ্রের আমল থেকে অশুভ শক্তির দমন, শুভ শক্তির বিকাশ ও অন্ধকার কাটিয়ে আলোকিত সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাটির প্রদীপ প্রজ্বালনের রীতি চলে আসছে।
ফুলবাড়ী কেন্দ্রীয় কালীমন্দিরে রয়েছে বিশাল কালী মাতার প্রতিমা। দেশের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আসেন কালীপূজা করতে। এতবড় কালী প্রতিমা এই অঞ্চলের কোথাও নেই।
এই মন্দিরে কালীপূজা উপলক্ষে মহাবলী অনুষ্ঠিত হয় প্রতিবছর। যারা কালী মাতার উদ্দেশে মানত করেন, তারা ওইদিন (মহাবলীর) দিন ফুলবাড়ী কেন্দ্রীয় কালীমন্দিরে কালীমাতার চরণে পাঁঠা বলি দেন।
এবার মহাবলী অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) বলে কেন্দ্রীয় কালীবাড়ি সূত্রে জানা গেছে।
ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের নারায়ণ শর্মা বলেন, যাতে পরিবারের প্রতি অশুভ শক্তির দৃষ্টি না পড়ে, প্রত্যেক সদস্য আপদ-বিপদমুক্ত থাকেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে, প্রতিবছর অমাবস্যা তিথিতে কালীপূজার রাতে প্রদীপ প্রজ্বালন করি আমরা।