চলতি বছরে পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। তিন এয়ারলাইনসের মোট ১৫০টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। ১৫০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬১টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬১টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৮টি।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে হজ পোর্টাল থেকে এ তথ্য জানানো হয়।
এ বছর হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এ সব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে। গত ২৭ জুন অনুষ্ঠিত হয় পবিত্র হজ।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।