ঢাকা Thursday, 25 April 2024

সৌদিতে ২২ মার্চ রাত থেকে রমজান শুরু 

স্টার সংবাদ

প্রকাশিত: 21:43, 21 March 2023

আপডেট: 22:36, 21 March 2023

সৌদিতে ২২ মার্চ রাত থেকে রমজান শুরু 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কোথাও আজ মঙ্গলবার (২১ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটিকে উদ্ধৃত করে দেশটির বিভিন্ন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। 

এর ফলে আরবি মাসের হিসাব অনুসারে, মঙ্গলবার রাত হবে শাবান মাসের ৩০ তারিখের রাত। আগামীকাল বুধবারের (২২ মার্চ) রাত হবে চলতি বছরের পবিত্র রমজান মাসের প্রথম রাত। অর্থাৎ ওইদিন প্রথম সেহেরি খাবেন সৌদি আরবের জনগণ এবং প্রথম ইফতার বৃহস্পতিবার (২৩ মার্চ)। 

এদিকে আগামীকাল বুধবার বাংলাদেশে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। সেদিন যদি বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায় তবে সেদিন রাতেই সেহেরি খেতে হবে। 

অন্যদিকে চাঁদ দেখা না গেলে সেহেরি খেতে হবে পরদিন বৃহস্পতিবার রাতে। আরবি মাসের হিসাব অনুসারে, বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশে শুরু হবে পবিত্র রমজান।

প্রসঙ্গত, আরবি হিসাবমতে আগে রাত পরে দিন। তাই প্রথমে আসবে রমজানের রাত, তারপর দিন।