
চলতি বছর হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ নিয়ে চতুর্থবারের মতো নিবন্ধনের সময় বাড়ালো সরকার।
এর আগের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় দেয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।
তিনি জানান, হজযাত্রী নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে চলতি বছরের কোটা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অতিরিক্ত সচিব।