ঢাকা Friday, 19 April 2024

পবিত্র শবে বরাত আজ 

স্টার সংবাদ

প্রকাশিত: 16:33, 7 March 2023

আপডেট: 21:03, 7 March 2023

পবিত্র শবে বরাত আজ 

আজ পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৭ মার্চ) রাতে পালিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য মহিমান্বিত এই রাত। 

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারারাত ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মুসলমানরা শবে বরাত পালন করবেন।

ইসলামি বিধান অনুসারে, পবিত্র শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়। শাবান মাসে শবে বরাত হচ্ছে এক অর্থে পবিত্র রমজান মাসের আহবান নিয়ে আসে। তাই শাবান মাসের গুরুত্ব অপরিসীম।

শবে বরাত পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।  

বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে ওয়াজ করবেন মহাখালীর গাউছুল আয়ম মসজিদের খতিব হজরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

রাত সাড়ে ১২টায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাশেমী এবং রাত সোয়া ৩টায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।  

এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে পবিত্র এই রাত।