ঢাকা Thursday, 25 April 2024

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

স্টার সংবাদ

প্রকাশিত: 01:26, 24 January 2023

আপডেট: 01:56, 24 January 2023

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাটিতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। দিনের হিসাব অনুসারে ১৮ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। 

পবিত্র রজনীটি উপলক্ষে দেশের সব মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠানে এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

উল্লেখ্য, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়তপ্রাপ্তির একাদশ বছরে আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহতায়ালার বিশেষ মেহমান হিসেবে ফেরেশতা জিবরাঈলের (আ.) সঙ্গে আরশে আজিমে আরোহণ করেন তিনি।

এরপর থেকে মুসলমানদের কাছে রাতটি বরকতময় রাত হিসেবে পরিচিত। এই রাতে স্রষ্টার নৈকট্য লাভের জন্য মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।