ঢাকা Thursday, 25 April 2024

তুরাগতীরে দুই বছর পর শুরু ইজতেমা

স্টার সংবাদ

প্রকাশিত: 19:42, 2 December 2022

তুরাগতীরে দুই বছর পর শুরু ইজতেমা

করোনা অতিমারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আজ শুক্রবার (২ ডিসেম্বর) টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে জোড় ইজতেমা। চলবে তিনদিন। 

শুক্রবার ফজরের নামাজের পর বয়ান ও আলোচনার মধ্য দিয়ে এ জোড় ইজতেমা শুরু হয়। রোববার (৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

আগামী ১৩ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। সেই মূল ইজতেমার পূর্বপ্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এ জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সমাপ্তকারী মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা দেশ-বিদেশে ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে যাবেন। ফিরে এসে মূল ইজতেমায় যোগ দেবেন মুসল্লিরা।  

জানা যায়, প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেবেন। তিনদিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয়দিন বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।