ঢাকা Wednesday, 24 April 2024

৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

স্টার সংবাদ

প্রকাশিত: 03:44, 27 October 2022

৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

আগামী ৭ নভেম্বর দেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে ফাতেহা-ই-ইয়াজদাহম। এই দিনটি বড়পীর হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.)-এর মৃত্যুদিবস।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের আকাশে বুধবার আরবি ১৪৪৪ হিজরি সালের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার (২৮ অক্টোবর) থেকে শুরু হবে পবিত্র রবিউস সানি মাস গণনা। সেই হিসাবে ১১ রবিউস সানি পড়বে ৭ নভেম্বরে। ১১ রবিউস সানি বড়পীর হজরত আব্দুল ক্বাদির জিলানী (রহ.)-এর মৃত্যুদিন, যা ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালিত হয়ে থাকে।