ঢাকা Saturday, 20 April 2024

দ্রুত তেলের দাম কমানের সিদ্ধান্ত নিন: জিএম কাদের

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 22:25, 23 November 2021

আপডেট: 22:44, 23 November 2021

দ্রুত তেলের দাম কমানের সিদ্ধান্ত নিন: জিএম কাদের

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে তাই দ্রুত সময়ের মধ্যে ‘দেশের বাজারে তেলের দাম কমাতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এসময় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানান তিনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু দেশের বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।’

তিনি বলেন, ‘সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছে, তা মেনে নেওয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অজুহাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসভাড়া যতটুকু বাড়িয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে এর চেয়েও বেশি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হচ্ছে নির্যাতন। ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। ছাত্রী ও নারীদের সইতে হচ্ছে অশালীন আচরণ।’


তিনি আরও বলেন, ‘গত ৩ নভেম্বর রাত থেকে ডিজেলে ও কোরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। সঙ্গে সঙ্গে বিনা নোটিশে পরিবহন ধর্মঘটের মাধ্যমে সাধারন মানুষকে জিম্মি করেছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে সরকার তাদের সঙ্গে আলোচনা করে পরিবহনভাড়া বাড়িয়ে দেওয়ার পরও তাদের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়সহ প্রতি নিয়ত যাত্রী হেনস্তার ঘটনা ঘটছে।’