ঢাকা Friday, 29 March 2024

আন্দোলনের নামে জনগণের সম্পদ নষ্ট করতে চায় বিএনপি

স্টার সংবাদ

প্রকাশিত: 20:55, 23 September 2021

আন্দোলনের নামে জনগণের সম্পদ নষ্ট করতে চায় বিএনপি

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দেশ যখনই এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংয়ে আরও বলেন, ‘করোনার স্থবিরতা কাটিয়ে জন-জীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য’—এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন-বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

‘সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে’—বিএনপিনেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। মানুষের মনে আশা জাগিয়েছে লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার।’

‘সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে, তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেককে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি।’

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, ‘কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছে।’

ওবায়দুল কাদের বিএনপিনেতাদের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন।’

‘রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না। তাতে দেশের জনগণ সাড়া দেবে না।’

‘নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে’ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু, মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।’

‘মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন। অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন?’