ঢাকা Friday, 29 March 2024

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শাফিন আহমেদ

স্টার সংবাদ

প্রকাশিত: 21:34, 19 September 2021

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শাফিন আহমেদ

ফাইল ছবি

জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল ও সংগীত পরিচালক শাফিন আহমেদকে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। দলটির নবম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা অনুসারে তিনি এ নিয়োগ দেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংগীতশিল্পী শাফিন আহমেদকে (ঢাকা) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক তাদের নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকাণ্ডে আর সক্রিয় দেখা যায়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন শাফিন আহমেদ। দলটিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের জাপায় যোগ দেন শাফিন আহমেদ।