ঢাকা Monday, 09 September 2024

আওয়ামী লীগের শোকমিছিল কর্মসূচি স্থগিত

স্টার সংবাদ

প্রকাশিত: 10:50, 5 August 2024

আওয়ামী লীগের শোকমিছিল কর্মসূচি স্থগিত

দেশব্যাপী কারফিউ চলায় আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শোকমিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।

রোববার (৪ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানিয়েছিলেন।

ওইদিন তিনি জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে - এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোকমিছিল করব।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এই কর্মসূচি স্থগিত করলো ক্ষমতাসীনরা। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করা হয়েছে।