ঢাকা Monday, 09 September 2024

শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ সরকারের

স্টার সংবাদ

প্রকাশিত: 19:50, 4 August 2024

আপডেট: 20:47, 4 August 2024

শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ সরকারের

ফাইল ছবি

শিক্ষার্থীসহ সব অভিভাবককে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। রোববার (৪ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, বিভিন্ন জায়গায় ‘জঙ্গি’ হামলা হচ্ছে। হামালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। এতে বহু হতাহতের খবর আসছে। এমন পরিস্থিতিতে সরকারি এ বিজ্ঞপ্তি জারি করা হল।