ঢাকা Monday, 09 September 2024

ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ : নানক

স্টার সংবাদ

প্রকাশিত: 19:20, 4 August 2024

ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে আওয়ামী লীগ : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। 

রোববার (৪ আগস্ট) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে।  ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দলের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রোববার প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।