
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ নিয়ে তিনদিনে দলটির ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি হলো। এর ফলে তিনদিনে মনোনয়নপত্র বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গত ১৮ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে মনোনয়নপত্র বিক্রি। এই কার্যক্রম চলবে আগামীকাল বুধবার (২১ নভেম্বর) পর্যন্ত।
বিপ্লব বড়ুয়া জানান, সোমবার সরাসরি ৭০৯টি ও অনলাইনে ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এবার আওয়ামী লীগ প্রতিটি মনোনয়নপত্রের দাম নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।
দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি এসেছে ৫ কোটি ৯০ লাখ টাকা এবং অনলাইনে ১৬ লাখ টাকা।
তৃতীয় দিন অর্থাৎ সোমবার ৭০৯টি ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।