ঢাকা Tuesday, 05 December 2023

আমরা আগুন সন্ত্রাসীদের নির্মূলে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 17:35, 20 November 2023

আমরা আগুন সন্ত্রাসীদের নির্মূলে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

অবরোধ-হরতালের নামে গাড়িঘোড়া পোড়ানোকে জঘন্য সন্ত্রাসী ও দেশবিরোধী অপতৎপরতা বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ আগুনসন্ত্রাসীদের নির্মূলে বদ্ধপরিকর এবং আগামীতে আবারো সরকার গঠন করতে পারলে সেটা করা হবে। 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অবরোধ-হরতাল কেউ মানছে না। বিএনপি মূলত অবরোধ-হরতালের নামে গাড়িঘোড়া পোড়ানোর কর্মসূচি ঘোষণা করেছে। এগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না, এগুলো জঘন্য সন্ত্রাসী ও দেশবিরোধী অপতৎপরতা।

তথ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন দিয়েছে বিএনপি। একটি স্কুলে আগুন দেয়া হয়েছে। তারা দেশ ও সমাজের শত্রুতে রূপান্তর হয়েছে। এরই মধ্যে যাদের ধরা হয়েছে, তারা বলেছে গাড়িতে আগুন দিলে দলের মধ্যে পদোন্নতি হয়। আগুন দেয়ার ভিডিও ধারণ করে নেতাদের কাছে পাঠানো হয়। যোগাযোগ থাকলে তা লন্ডনেও পাঠানো হয়।

হাছান মাহমুদ বলেন, গাড়িঘোড়ায় আগুন দিলে, মানুষ পুড়িয়ে মারলে যে দলে পদোন্নতি হয়, যে দলের নেতারা আগুন দিয়ে পোড়ানোর কর্মসূচি দেয়, তারা সবাই দুষ্কৃতিকারী। আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে আগুন সন্ত্রাসীদের নির্মূল করা হবে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় থাকা। নির্বাচন বর্জন যে কেউ করতে পারেন, প্রতিহত করার এখতিয়ার কারো নেই। তবে আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। কেউ নির্বাচন করতে না চাইলে তাকে নিয়ে আসা সরকারের দায়িত্ব না।