
দুই দিনের হরতাল কর্মসূচির পর মাঝে মঙ্গলবার বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার চলমান হরতাল শেষ হবে আজ সোমবার (২০ নভেম্বর)। হরতাল কর্মসূচি চলাকালেই এদিন বিকেলে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি এক হাজারের বেশি।
এমন পরিস্থিতিতে আগামী বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ পালন করতে বিএনপি নেতাকর্মীসহ দেশবাসী প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয়া হয়। মাঝে শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর ফের অবরোধ পালন করে বিএনপি।
এরপর আবার একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেয়া হয়। মাঝে দুদিন বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
পরবর্তীকালে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। এদিকে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি।