ঢাকা Tuesday, 05 December 2023

বৃহস্পতিবার থেকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড

স্টার সংবাদ

প্রকাশিত: 16:57, 20 November 2023

বৃহস্পতিবার থেকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড

ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মনোনয়ন বোর্ডের সভাতেই চূড়ান্ত হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারি হচ্ছেন কারা।

সোমবার (২০ নভেম্বর) দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির ও জমার সময়সীমা বাড়ছে না। আর ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

এরআগে গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। যা চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

আর এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এর পর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে প্রার্থিতার জন্য প্রথম দুইদিন শেষে রোববার পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দুই হাজার ২৮৬টি। ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

সোমবার দুপুর একটা পর্যন্ত বিক্রি হয়েছে আরো ৩৩৫টি ফরম। অর্থাৎ এদিন দুপুর পর্যন্ত মোট ফরম বিক্রি হয়েছে ২৬২১টি।