ঢাকা Monday, 09 September 2024

টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 19:50, 16 November 2023

টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

টাঙ্গাইলে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও রেল বিভগ। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে দাড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্টেশন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনেনটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা দায়ের করবে। তারাও এ নিয়ে কাজ করছেন।

রেলওয়ে পাকশি বিভাগের মহা-ব্যবস্থাপক সাহ্ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রথমিক ভাবে এটি নাশকতা বলে মনে করছেন তারা। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।