ঢাকা Tuesday, 05 December 2023

‘নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’

স্টার সংবাদ 

প্রকাশিত: 22:11, 23 September 2023

‘নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ  কথা বলেন। বিএনপি দেশজুড়ে নৈরাজ্যের ষড়যন্ত্র করছে দাবি করে তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। 

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, কীসের ভয় দেখান? গত ১৫ বছর দেখেছি আপনাদের। আন্দোলন করবেন, শেখ হাসিনাকে হটাবেন। এক ইঞ্চিও নড়াতে পারেননি। আর আছে মাত্র তিন মাস। এই সময়ে আমরা রাজপথ পাহারা দেব। যদি কোনো সন্ত্রাস করেন, অগ্নিসংযোগ করেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, রাজপথে মোকাবিলা করব।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী। আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।

এর আগে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে আজ বেলা ২টার আগ থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের অবস্থানের কারণে ৩টার আগ থেকে জিরো পয়েন্ট থেকে গুলিস্তানমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শান্তি সমাবেশে আগত নেতা-কর্মীদের অবস্থান বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু করে দক্ষিণে গুলিস্তান, মহানগর নাট্যমঞ্চ এলাকা এবং পশ্চিমে জিরো পয়েন্ট ফিরিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছাড়িয়ে যায়।