ঢাকা Tuesday, 05 December 2023

‘আগুন-সন্ত্রাস নয়, উন্নয়নের প্রতীক নৌকাতেই ভোট দেবে জনগণ’

মতলব (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশিত: 18:47, 21 September 2023

আপডেট: 20:31, 21 September 2023

‘আগুন-সন্ত্রাস নয়, উন্নয়নের প্রতীক নৌকাতেই ভোট দেবে জনগণ’

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। দেশের জনগণ শেখ হাসিনার এসব উন্নয়ন দেখেছে। কাজেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগুন-সন্ত্রাসের নয়, উন্নয়নের পক্ষে, উন্নয়নের প্রতীক নৌকাতেই ভোট দেবে জনগণ।

এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন সামনে রেখে নৌকার জন্য আজ থেকে কাজ করা শুরু করলাম। ইনশা আল্লাহ আমাদের বিজয় হবে। নৌকার বিজয় হবে। শেখ হাসিনার বিজয় হবে। আপনারা শুধু দোয়া করবেন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে চাঁদপুরের এই কৃতী সন্তান বেলতলী হযরত সাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করেন। 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, মানুষ বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা ভুলে নাই। তাদের জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের কথা মনে করে এদেশের বেশিরভাগ মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। 

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং বিভিন্ন সময়ে মন্ত্রী থাকাকালে চাঁদপুরের মতলবে করা তার উন্নয়নের চিত্র তুলে ধরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমাদের কথা একটাই আমরা এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, আমি বলেছিলাম - মতলবে এমন কাজ করে যাব ইনশা আল্লাহ, পরবর্তীকালে যারা আসবে তারা শুধু ঝাড়ুপোছা ছাড়া আর কিছু করতে পারবে না। কোনো কাজ আমি বাকি রাখি নাই। স্কুল, মাদ্রাসা, মসজিদ, পুল, ব্রিজ, হাসপাতাল, বিদ্যুৎ সব আমি করে দিয়েছি। আমি যে কথা দিই, সেই কাজ করি।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, ইনশা আল্লাহ নৌকা আমরা পাবো। আপনারা শুধু দোয়া করবেন। আজ থেকে নৌকার কাজ শুরু করলাম।

সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাদুল্যাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। 

তিনি বলেন, আমার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বঙ্গবন্ধু দিয়েছিলেন বীর বিক্রম, আর জননেত্রী শেখ হাসিনা তাকে দিয়েছেন স্বাধীনতা পদক। 

সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে, বাংলাদেশের কোনো মানুষ আজ দুঃখে নাই, কষ্টে নাই। আর এটা হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার জন্য। 

তিনি বলেন, আমাদের খেলা আজকে থেকে শুরু হচ্ছে। মতলবের মানুষ বেইমান না, নেমকহারাম না। এবারের নির্বাচনের জন্য আমাদের তরুণ সমাজই যথেষ্ট। আর মুরুব্বিরা আমাদের দোয়া করবেন।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, নির্বাচন আসছে, অনেক মানুষ মনোনয়ন চাইবে। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই কাজ করব। কিন্তু কথা একটাই, আমরা ভালো করেই জানি কী হবে, মনোনয়ন ইনশা আল্লাহ আমরাই আনব। 

সভায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হাওলাদার, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তার সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আশফাক চৌধুরী মাহী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক মো. আরিফুল হক খোকন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,  কলাকান্দা ইউপির চেয়ারম্যান আ. সোবহান সরকার সুভা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপাতি এসএম সেলিম রেজা, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা মৎস্য লীগের সভাপতি মো. নাইমুল হোসেন লাভলু, সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোতালেব মেম্বার, আবুল বাশার বাবুল, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, উপজেলা ছাত্রলীগের এক নম্বর সদস্য সদরুল আমিন, সদস্য জোবায়ের আহমেদ জনিসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন।