
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ব্যবসায়ী আদম তমিজী হককে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
শেখ বজলুর রহমান গণমাধ্যমকে জানান, কচি ভাইসহ আমরা ১০-১২ জন বসে ছিলাম। দলের সাধারণ সম্পাদক কাদের ভাই (ওবায়দুল কাদের) সিঙ্গাপুরে আছেন। তিনি এলে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলার পাশাপাশি দল নিয়ে বিভিন্ন সমালোচনা করছেন।