ঢাকা Friday, 19 April 2024

বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে বিএনপি গণশত্রুতে পরিণত হবে : মায়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 21:22, 3 June 2023

বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে বিএনপি গণশত্রুতে পরিণত হবে : মায়া

বক্তব্য রাখছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। বিএনপি যতই বিদেশি প্রভুদের কাছে ধরনা দেবে ততই তারা গণশত্রুতে পরিণত হবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতাদের অপপ্রচার ও মিথ্যাচারে এদেশের মানুষ বিভ্রান্ত হবে না। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপির হুমকিতে, আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ ভয় পায় না। দেশের উন্নয়ন, অগ্রযাত্রার কারণেই আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে।  

শনিবার (৩ মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ষাটনল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত। কিন্তু তা হতে দেয়া হবে না। নির্বাচনে বাধা দিলে আমরা অবশ্যই প্রতিহত করবো।

তিনি বলেন, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, দেশকে অস্থিতিশীল করে এরা কখনো সুষ্ঠু ধারার রাজনৈতিক দল হতে পারে না। রাজনীতি হলো দেশের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য। জনগণের জান-মাল রক্ষায় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। 

বক্তব্য রাখছেন সাজেদুল হোসেন চৌধুরী দিপু

ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু হানিফ সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জহির রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ আলী মিয়াজী প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আ. সোবাহান সরকার সুভা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য সদরুল আলম প্রমুখ।