ঢাকা Friday, 29 March 2024

ডা. আফছারুল আমীনের জানাজা ও দাফনের সময় 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 21:06, 2 June 2023

ডা. আফছারুল আমীনের জানাজা ও দাফনের সময় 

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের প্রথম জানাজা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (৩ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর তার দ্বিতীয় জানাজা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাদ আসর। 

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গণে বাদ এশা তৃতীয় জানাজা শেষে তাকে মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আফছারুল আমীন মারা যান। প্রায় তিন বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি  স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

আফছারুল আমীন ১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি 
এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসনে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এমপি নির্বাচিত হন। 

আফছারুল আমীন নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।