ঢাকা Thursday, 25 April 2024

উন্নয়নের চিত্র সেভাবে গণমাধ্যমে আসছে না : তথ্যমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 15:37, 19 March 2023

উন্নয়নের চিত্র সেভাবে গণমাধ্যমে আসছে না : তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

‘বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে ভারত-পাকিস্তানে হইচই হলেও দেশীয় গণমাধ্যমে উন্নয়নের চিত্র সেভাবে উঠে আসছে না‘ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২০ থেকে ৩০ বছর আগে ঢাকার বঙ্গবাজারে গিয়ে পুরনো কাপড় কিনে সেগুলো ধোলাই-ইস্ত্রি করে পরতাম। এখন বঙ্গবাজারে পুরনো কাপড় পাওয়া যায় না। এখন সেখানে গার্মেন্টসের ভালো মানসম্মত কাপড় বিক্রি হয়। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এসব চিত্র গণমাধ্যমে সেভাবে আসে না।

হাছান মাহমুদ বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যমের বিকাশে কাজও করে যাচ্ছি আমরা। বর্তমানে ৫ হাজার অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হচ্ছে।

তাই শুধু সমালোচনা নয়, বরং সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী। সমাজের নানা অনিয়ম-অসঙ্গতি দূর করতে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে আরও গুরুত্ব দিতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান তিনি।