ঢাকা Friday, 19 April 2024

পুলিশ পাহারায় নয়াপল্টনে শাওনের মরদেহ

স্টার সংবাদ

প্রকাশিত: 00:32, 24 September 2022

আপডেট: 01:13, 24 September 2022

পুলিশ পাহারায় নয়াপল্টনে শাওনের মরদেহ

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মরদেহ নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন বিএনপি নেতাকর্মীরা। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢামেক কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মরদেহ নিয়ে রওনা হন নেতাকর্মীরা। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দফতর থেকে জানানো হয়, শাওনের জানাজা বাদ জুমার পরিবর্তে বিকেল ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

গত বুধবার মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে যুবদলকর্মী শাওন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাওন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্টার/জেডকে