ঢাকা Thursday, 25 April 2024

সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন রওশন এরশাদ

স্টার সংবাদ

প্রকাশিত: 01:33, 30 June 2022

সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন রওশন এরশাদ

ছবি সংগৃহীত

শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার (২৯ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গত বছর ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যান। চিকিৎসাশেষে গত সোমবার (২৭ ‍জুন) তিনি দেশে ফিরেছেন। 

এর আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ভর্তি ছিলেন তিনি।

বুধবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ। আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারা সবাই দোয়া করেছেন। মাননীয় স্পিকার আপনি, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন। সংসদে কথা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান রওশন এরশাদ। 

আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশন এরশাদের ফের ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।