ঢাকা Thursday, 25 April 2024

ইভিএমে কারচুপির সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 21:36, 17 January 2022

ইভিএমে কারচুপির সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী

ফাইল ছবি

প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কারচুপির সুযোগ থাকলেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে তেমন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির সুযোগ থাকতে পারে; কিন্তু ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। মন্ত্রী আরো বলেন, ইভিএমের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
 
তাজুল ইসলাম বলেন, কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে। নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারেও কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে সারাদেশে ইভিএমে নির্বাচন হওয়া সম্ভব নয়, পর্যায়ক্রমে এ পদ্ধতি শুরু হতে পারে।
 
প্রসঙ্গত, রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা ইভিএমে ভোট দেন। অবশ্য কিছু ভোটার বিপত্তির কথা জানান। 
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে এবারই প্রথম দেশের কোনো নগরীর সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। নাসিকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩টি বুথে একযোগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।