ঢাকা Friday, 29 March 2024

অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না : হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 22:18, 13 January 2022

অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না : হানিফ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। তাই এ নিয়ে কোনো আন্দোলন করে লাভ নেই। 

তিনি আরো বলেন, বিএনপির লজ্জা হওয়া উচিত, তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত। সেটার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে আবার বড় গলায় তার পক্ষে সাফাই গাইছে – এটা চোরের মায়ের বড় গলার মতো।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে তাদের সৃষ্টি। আওয়ামী লীগ নিয়ে তাদের না ভাবলেও চলবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি কীসের আন্দোলন করে? প্রেসক্লাবের সামনে দাঁড়ায়, কিছু ভাষণ দেয়, এর নাম আন্দোলন? ওই আন্দোলন করতে থাকুক, অসুবিধা নেই।

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।