ঢাকা Saturday, 20 April 2024

শুভ হোক আমাদের নতুন পথচলা 

প্রকাশিত: 20:21, 14 April 2021

আপডেট: 20:08, 4 June 2021

শুভ হোক আমাদের নতুন পথচলা 

বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের শুভেচ্ছা। বিভিন্ন দেশ ও জাতির নিজস্ব উৎসবের মতো আমাদের একমাত্র স্বকীয়তা প্রকাশ পায় এই পহেলা বৈশাখে। এদিন আমরা ফিরে যাই আপন সংস্কৃতিতে। স্বপ্ন বুনি আগামীর। সারা বছর ভালো থাকার-ভালো রাখার প্রত্যাশা সবাইকে এগিয়ে নিয়ে যায় সামনে।

পহেলা বৈশাখের সেই প্রত্যাশা, সেই স্বপ্নে পথ চলা শুরু আমাদের- স্টার সংবাদের। হাজারো উড়ো সংবাদ, ভাইরাল সংবাদ, গুজব সংবাদের মধ্যে গা ভাসিয়ে নয়- প্রকৃত সত্য সংবাদটি ঘটনাস্থল থেকে পাঠকের সামনে তুলে আনাই হবে স্টার সংবাদ পরিবারের একমাত্র লক্ষ্য। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিংও বটে।

আমরা আর দশটি সংবাদ মাধ্যমের মতো হতে চাই না। আমরা আমাদের নিজস্বতায়, পাঠকের ভাবনা তুলে আনতে চাই। সমাজের সমস্যা-সম্ভাবনার কথা থাকুক স্টার সংবাদের পাতা জুড়ে। জানি, এটি করতে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। অনেক দূর্গম পথ পাড়ি দিতে হবে। আমরা সব জটিলতা মাড়িয়ে সামনে এগিয়ে যাব। আর এ কাজে আপনাদের সহযোগীতাই আমাদের চলার পথের পাথেয়।
 
আমরা নতুন, আমরা এ পথে কাঁচা। তবে একঝাঁক উদ্যোমী সংবাদকর্মী স্টার সংবাদকে এগিয়ে রাখবে। তাদের বুদ্ধিদীপ্ত পরিশ্র্রমে ধীরে ধীরে পাঠক জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করবে স্টার সংবাদ। আমাদের এই প্রত্যাশায় সবার আন্তরিক সহযোগীতা, সুপরামর্শ একান্ত আবশ্যক।

আমাদের পথচলা এমন দুর্যোগকালীন সময়ে যখন মানুষ ঘরবন্দী। করোনার প্রাদূর্ভাব থেকে জনগণকে বাঁচাতে সরকার লকডাউন বাস্তবায়ন করছে। ঘোর অমানিষায় পথ পেরিয়ে সামনে আমরা যেন আলো ঝলমলে দিনের সৃষ্টি করতে পারি- সে প্রত্যাশা এখন আমাদের নিত্যদিনের। 

আজ পহেলা রমজান। মুসলমান ধর্মালম্বীদের সিয়াম-সাধনার মাস। করোনার কারণে আল্লাহর নৈকট্য লাভের এই সংযমের মাসে সবচেয়ে বড় সংযম হোক ঘরে থেকে ইবাদত বন্দেগি করা। করোনা কেটে যাবে, আঁধার দূর হবে। আবার আলো ছড়িয়ে হেসে-খেলে জীবন-যাপনের পথ সুগম হবে ইনশাল্লাহ। সেই দিন পর্যন্ত সরকারের নির্দেশনা মেনে লকডাউন পালন করি, নিজে সুস্থ্য থাকি, সুস্থ্য রাখি প্রিয়জনদের। 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম
সম্পাদক ও প্রকাশক
স্টার সংবাদ