ঢাকা Wednesday, 24 April 2024

দোষী গাড়ি চালকদের কঠোর শাস্তি দিতে রাষ্ট্র ব্যবস্থা নেবে

স্টার সংবাদ 

প্রকাশিত: 00:09, 26 November 2021

দোষী গাড়ি চালকদের কঠোর শাস্তি দিতে রাষ্ট্র ব্যবস্থা নেবে

ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় দুইজন নিহত হওয়ায় ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গত বুধবার (২৪ নভেম্বর) গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা সহপাঠী নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে আজ দুপুরের দিকে ফের রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবীর খান (৪৫) নামে একজন ব্যক্তি নিহত হন।

এসময় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচলের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কথা বলবো, ইতোমধ্যে প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য চালকদের গাড়ির ফিটনেস যাচাইয়ের  নির্দেশ দিয়েছি।একই সঙ্গে মৃত্যু যার কারণে তাকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে রাষ্ট্র ব্যবস্থা নেবে।’